• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৪:২৬ পিএম
সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় সাকিব
ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন ডানহাতি পেসার মার্ক উড। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে ওলি রবিনসন একাদশে ফিরবেন এমনটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু ইংলিশ টিম ম্যানেজম্যান্ট তাকে এখনও পুরোপুরি ফিট মনে করছে না। ফলে কপাল খুলেছে সাদা বলে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা ল্যাঙ্কাশায়ারের ২৫ বছর বয়সী পেসার সাকিব মাহমুদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৯ সালের নভেম্বরে টি-টোয়েন্টিতে অভিষেক সাকিবের। পরের বছর গায়ে জড়িয়েছেন ওয়ানডের জার্সিও। অবশেষে ইংল্যান্ডের হয়ে টেস্টও খেলতে যাচ্ছেন তরুণ পেসার সাকিব মাহমুদ। 

সাকিব একাদশে ডাক পেয়েছেন মূলত তার দ্রুত গতির বোলিংয়ের কারণে। ঘণ্টায় ৯০ মাইল গতিতে নিয়মিত বল করতে পারেন ডানহাতি এই পেসার। দেশের হয়ে ৭ ওয়ানডে আর ১২টি টি-টোয়েন্টি খেলা সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ২১ উইকেট পেয়েছেন। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৭০ উইকেট শিকার করেছেন তিনি। 

বুধবার (১৬ মার্চ) বার্বাডোজের কেনিংস্টন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হতে যাচ্ছে তার। এর আগে অ্যান্টিগায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।

ইংল্যান্ডের একাদশ: অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, জো রুট (অধিনায়ক), ড্যান লরেন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফোকস (উইকেটরক্ষক), ক্রিস ওকস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন ও জ্যাক লিচ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!