আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষাশহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে রাষ্ট্রভাষা বাংলা। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষার প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
জামাল ভূঁইয়া একজন ডেনীয়-বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত আছেন এবং বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।
এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জামাল বলেন, “বাসায় মায়ের কাছে শিখেছি বাংলা ভাষা। বেশির ভাগ সময় ডেনীয় ভাষায় কথা বললেও মাকে মা-ই ডাকতাম। মা ডাকটাই মধুর। আমার ভবিষ্যতে সন্তান হলে আমি তাদের বাংলা ভাষা শেখাব।”