• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শেন ওয়ার্নের বিদায়ে ক্রিকেট বিশ্বের শ্রদ্ধা নিবেদন


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ১২:৫৯ পিএম
শেন ওয়ার্নের বিদায়ে ক্রিকেট বিশ্বের শ্রদ্ধা নিবেদন
ছবি সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা বোলার শেন ওয়ার্ন গত কাল শুক্রবার (৪ মার্চ) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ৫২ বছর বয়সী ওয়ার্ন টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট পেরিয়েছিলেন। এই লেগ স্পিনার ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের শিরোপা এনে দেন এবং ফাইনাল ম্যাচে ম্যাচসেরাও নির্বাচিত হন।

তার মর্মান্তিক মৃত্যুকে থমকে গেছে ক্রিকেট বিশ্ব। তারকারা জানিয়েছেন শেষ শ্রদ্ধা।

ভারতের তারকা খেলোয়াড় শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন, "হতবাক, স্তব্ধ এবং দুঃখিত। আপনাকে মিস করব ওয়ার্ন। মাঠে বা মাঠের বাইরে কখনোই আপনার সাথে বাজে মুহূর্ত কাটেনি। ভারতের জন্য আপনার হৃদয়ে সবসময় একটি বিশেষ জায়গা ছিল এবং ভারতীয়দের কাছেও আপনার জায়গা বিশেষ। খুব তাড়াতাড়ি চলে গেলেন।"

সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে স্বীকৃত ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক তারকা ব্রায়ান লারা লেখেন, "আমি এই মুহূর্তে বাকরুদ্ধ। আমি আক্ষরিকভাবে জানি না এই পরিস্থিতিতে কী বলা যায়! আমার বন্ধু চলে গেছে! আমরা সর্বকালের সেরা একজন ক্রীড়াবিদ হারিয়েছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা। ওপারে ভালো থাকবে ওয়ার্ন। তোমাকে মিস করব।"

ভারতের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি টুইটবার্তায় লেখেন, "জীবন অস্থিতিশীল এবং অপ্রত্যাশিত। যাকে মাঠের বাহিরে চিনেছি এবং ক্রিকেটের একজন কিংবদন্তির চলে যাওয়া মেনে নিতে পারছি না। ওপারে ভালো থাকবেন সর্বকালের সেরা খেলোয়াড়। বলের মোড় ঘুরিয়ে দিতে আপনিই সেরা।"

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলার পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম এক টুইটবার্তায় শোক প্রকাশ করে লিখেছেন, "আমার বন্ধু ওয়ার্নের আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি মর্মাহত এবং অত্যন্ত দুঃখিত। তার সাথে সবসময় আমার যোগাযোগে ছিল এবং তিনি সর্বদা সাহায্য করার মনোভাব নিয়ে থাকতেন। একজন আইকনিক বোলার ছাড়াও তিনি মজার মানুষ ছিলেন। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদনা। শান্তিতে থাকো আমার বন্ধু।"

শ্রীলঙ্কার সাবেক তারকা খেলোয়াড় কুমার সাঙ্গাকারা শোক বার্তায় লেখেন, "শেন ওয়ার্নের মৃত্যুর খবরে আমি  একেবারে হতবাক এবং হতাশ। বিশ্বাস করতে পারছি না।"

ভারতের জনপ্রিয় ক্রিকেট উপস্থাপক এবং সাংবাদিক হার্শা ভোগলে জানান, "আমি যন্ত্রণায় আছি। এটা হতাশার। আমার কোনো ভাষা নেই প্রকাশের। আমি ভাগ্যবান যে, তাকে আমি খুব কাছ থেকে দেখেছি। তার  জাদু চিরকাল থাকবে।"

ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা জানান, "আমার বলার ভাষা নেই। এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের ক্রিকেটের একজন কিংবদন্তি এবং চ্যাম্পিয়ন আমাদের ছেড়ে চলে গেছেন। ওপারে ভালো থাকবেন শেন ওয়ার্ন। এখনও বিশ্বাস করতে পারছি না।"

ভারতের ডানহাতি ব্যাটার অজিঙ্কা রাহানে টুইটবার্তায় লেখেন, "শেন ওয়ার্নের বিদায়ের খবর শুনে হতবাক। আমার ক্রিকেট জীবনের শুরুর সময় তার সাথে কিছু চমৎকার সময় কাটিয়েছি। শান্তিতে বিশ্রাম নিন কিংবদন্তি!"

ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিংহ লেখেন, "শেন ওয়ার্ন, বিশ্বাস করতে পারছি না তুমি আর নেই।"

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট তারকা জন্টি রোডস টুইটারে লেখেন, "আমি যা পড়ছি তা বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে না শেন।"

ভারতের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা লেখেন, "শেন ওয়ার্নের মৃত্যুর খবরে আমি একেবারে হতবাক। ক্রিকেটের একজন দুর্দান্ত বোলার তিনি। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন এবং তার প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই।"

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স তার শোক বার্তায় লেখেন, "এই সময়টা কঠিন। আমরা সবাই ওয়ার্নকে যে কোনো অবস্থান থেকে জয়ী হওয়ার ইচ্ছা এবং তার অবিশ্বাস্য দক্ষতা দেখে বড় হয়েছি। তিনি ক্রিকেটে যা দিয়েছেন, তার জন্য সারা বিশ্বের খেলোয়াড়রা তার কাছে ঋণী। তিনি যা কিছু অর্জন করেছেন, তার উপর তিনি বিশাল প্রভাব ফেলেছিলেন। তিনি ক্রিকেটকে ছাড়িয়ে গেছেন। শান্তিতে থাকুন।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!