• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শেন ওয়ার্নকে নিয়ে মন্তব্য, গাভাস্কারের দুঃখ প্রকাশ


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ১০:৩৯ এএম
শেন ওয়ার্নকে নিয়ে মন্তব্য, গাভাস্কারের দুঃখ প্রকাশ

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার প্রয়াণে ক্রিকেট বিশ্ব যেখানে স্তুতি করছে, সেখানে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার উসকে দিলেন বিতর্ক। অবশ্য পরে দুঃখ প্রকাশও করেছেন এই সাবেক তারকা। জানিয়েছেন শেনকে তুলনা করার এখন উপযুক্ত সময় নয়।

গাভাস্কার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল ওয়ার্নকে তার কাছে সেরা স্পিনার মনে হয় কি না। সাবেক ভারত তারকা তার দেশের স্পিনার এবং শ্রীলঙ্কার সাবেক বোলার মুত্তিয়া মুরালিধরনকে ওয়ার্নের চেয়ে এগিয়ে রেখেছেন।

ইন্ডিয়া টুডেতে দেওয়া একটি সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন, “আমি শেনকে সেরা বলব না। আমার কাছে ভারতীয় স্পিনার এবং মুত্তিয়া মুরালিধরন অবশ্যই শেন ওয়ার্নের চেয়ে এগিয়ে থাকবে। কারণ, ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের রেকর্ড দেখুন। তিনি অসাধারণ কিছু করতে পারেননি। তিনি নাগপুরে মাত্র একবার পাঁচটি উইকেট পেয়েছিলেন।”

সোমবার (৭ মার্চ) এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গাভাস্কার। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “অনুষ্ঠানে অন্তত ওই প্রশ্নটি জিজ্ঞেস করা উচিত ছিল না। আমারও উত্তর দেওয়া উচিত হয়নি। এখন কোনো তুলনা বা মূল্যায়নের জন্য সঠিক সময় না। ওয়ার্ন অবশ্যই সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। তিনি জানতেন কীভাবে খেলাকে উপভোগ্য করতে হয়। রডনি মার্শও ছিলেন অন্যতম সেরা উইকেটরক্ষক। তাদের আত্মা শান্তি পাক।”

Link copied!