অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিভারপুল। লিগে লেস্টারের বিপক্ষে লিভারপুলের অভিজ্ঞতা সুখের নয়। এর আগে টানা দুই ম্যাচে পরাজয়ের পর জয়ের দেখা পেয়েছে মোহামেদ সালাহর দল।
এই ম্যাচেও বেশ লড়াই জমে উঠেছিল দুই দলের মধ্যে। ম্যাচের আট মিনিটেই ভালো সুযোগ পায় লেস্টার। তবে সুযোগ কাজে লাগিয়ে গোল করতে পারেনি তারা। ১৯ মিনিটে লিভারপুলের সুযোগও ব্যর্থ হয়। তবে ম্যাচের ৩৪ মিনিটে দলকে এগিয়ে দেন দলটির ফরোয়ার্ড ডি. জোটা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আক্রমণে আসেন জোটা। তবে প্রতিপক্ষের গোলকিপার ঝাঁপিয়ে পড়ে গোল ঠেকান। দ্বিতীয়ার্ধে মাঠে নামা সালাহ ম্যাচের ৭৫ ভালো একটি সুযোগ পেয়েও গোল দিতে পারেননি। আরও দুবার সালাহর চেষ্টা ব্যর্থ করে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।
ম্যাচের একেবারে শেষ সময়ে ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ তারকা জোটা। প্রতিপক্ষের গোলকিপার স্মাইকেল গোল ঠেকানোর চেষ্টা করলেও বল তার হাতে লেগে জালে জড়ায়।
লিগে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ২৩ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্র নিয়ে ৫১ পয়েন্ট তাদের। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।