• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ‘বেবি এবি’


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ১২:৪৫ পিএম
যুব বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ‘বেবি এবি’

পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে নিয়েছে ভারত। রানার্সআপ হয়েছে ইংল্যান্ড। ফাইনালের ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ভারতের অলরাউন্ডার রাজ বাওয়া। কিন্তু টুর্নামেন্ট সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিশোর তারকা ‘বেবি এবি’খ্যাত ডিওয়াল্ড ব্রেভিস।

ব্রেভিস ভেঙে দিয়েছেন ১৮ বছর আগে শেখর ধাওয়ানের ৫০৫ রানের রেকর্ড। তার ব্যাট থেকে আসে ৫০৬ রান, ব্যাটিং গড় ৮৪.৩৩। যুব বিশ্বকাপে এটাই কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান।

শুধু কি তাই! বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও তার দখলে। তার ব্যাট থেকে আসে অনবদ্য ১৮টি ছয়। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটারকে স্বদেশি কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে এখনই তুলনা করা হচ্ছে। তাকে ডাকা হচ্ছে ‘বেবি এবি’। ভিলিয়ার্সের মতো দুর্দান্ত সব শট খেলছেন এই ব্যাটার।

বিশ্বকাপে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ব্রেভিস। দুর্দান্ত পারফরম্যান্সে অল্প বয়সেই জায়গা করে নিয়েছেন আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায়।

ব্রেভিসের অনুপ্রেরণাও ভিলিয়ার্স। তার ১৭ নম্বর জার্সি পছন্দ করতেন ব্রেভিস। অনুমতি নিয়ে তিনিও ১৭ নম্বর জার্সি ব্যবহার করছেন। ‘বেবি এবি’ নামে ডাকায় আপত্তি নেই ব্রেভিসের। তবে তিনি নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে বড় হতে চান। ডিওয়াল্ড ব্রেভিস নামেই লোকের কাছে তিনি পরিচিতি চান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!