এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা দল নিয়ে বেশ জটিলতা হলেও পরে মিনিস্টার গ্রুপ ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়। অবশ্য তার আগেই মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালকে নিয়ে বিসিবি নিজ উদ্যোগে দল গঠন করে ফেলে।
আজ সোমবার ঢাকা দলের জার্সি উন্মোচন করা হয়েছে। সেখানেই ঘোষণা দেওয়া হয় অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম।
আজ জার্সি উন্মোচন হওয়ার আগে দলটির মালিকানা প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের কর্ণধার এম এ রাজ্জাক খান অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ঢাকার থিম সং-ও প্রকাশ করা হয়েছে।
মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান বলেছেন, ‘আমরা মাহমুদউল্লাহ রিয়াদকে গর্বের সঙ্গে উপস্থাপন করছি। আমরা তাকে দলে পেয়ে অত্যন্ত খুশি। তার অধীনে দল জয় ছিনিয়ে আনবে।’
এর আগের আসরগুলোতে বাংলাদেশের এই ত্রয়ী ভিন্ন ভিন্ন দলে খেলেছেন। এবারই প্রথম মাশরাফী, তামিম ও মাহমুদউল্লাহ এক দলে খেলার সুযোগ পেয়েছেন।