ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বরাবরই বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। রোববার (৬ মার্চ) নারী ওয়ানডে বিশ্বকাপে সেই উত্তেজনা ছাপিয়ে গিয়েছিল। পাকিস্তান দলের অধিনায়ক বিসমা মারুফের ছয় মাস বয়সী ফাতিমা সবার মনোযোগ কেড়ে নিয়েছিল।
মাঠে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই চলেনি। পাকিস্তানের বিপক্ষে ভারত ১০৭ রানের বিশাল জয় পায়। কিন্তু ম্যাচের পরে পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফের মেয়ে মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভারতীয় খেলোয়াড় স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হরমনপ্রীত কৌর শিশুটিকে নিয়ে মেতে ওঠেন। কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনা।
মঙ্গলবার (৮ মার্চ) মাউন্ট মঙ্গানুইয়ে বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে মারুফের ব্যাট থেকেই। তিনি ১২২ বলে অপরাজিত ৭৮* রান করেন। ফাতিমা এখন সবার আগ্রহের বিন্দুতে। গ্যালারির দর্শক সারিতেও উপস্থিত ছিল গর্বিত ছয় মাস বয়সী মেয়ে ফাতিমা। মাতৃত্বকালীন ছুটির পর এটাই মারুফের প্রথম প্রতিযোগিতামূলক আসরে অংশগ্রহণ।