রোববার (২০ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আগের দুই ম্যাচের ড্রয়ের হতাশা কাটিয়ে আলো ছড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি। ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা।
গত অক্টোবরে আসরের প্রথম দেখায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি। ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে ঢুকে জোরালো শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।
ম্যাচের ৩২ মিনিটে সহজ গোলে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেংকি ডি ইয়ং। এর মাত্র ৬ মিনিট পরে নিজের দ্বিতীয় গোলটি পান অবামেয়াং। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল পায় ভ্যালেন্সিয়া। ব্রায়ানের ক্রসে হেডে বার্সেলোনার গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার সলের। ম্যাচের ৬৩ মিনিটে বদলি নেমে তীব্র গতির শটে জয়সূচক গোলটি করেন পেদ্রি।
লিগ টেবিলে শীর্ষ চারে আছে বার্সেলোনা। ২৪ ম্যাচে ১১ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট ৪২।