• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিপিএল দেখতে সিডন্স এখন সিলেটে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০২:৪৯ পিএম
বিপিএল দেখতে সিডন্স এখন সিলেটে
ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে দ্বিতীয় মেয়াদে গত বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন জেমি সিডন্স।  

দুই বছরের চুক্তিতে ঢাকায় আসার পরের দিনই হোটেল থেকে বিসিবিতে যান তিনি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের বিপিএলের ম্যাচগুলো সামনে থেকে পরখ করেছেন। বিপিএলের খেলা সোমবার শুরু হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কাজের পরিধি ঠিক না হলেও ক্রিকেটারদের সামনে থেকে পরীক্ষা করতে সিলেটে ছুটে গেছেন সিডন্স।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেট গেছেন অস্ট্রেলিয়ান এই কোচ। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান মাঠে।  

বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, সিলেটে বিপিএলের অনুষ্ঠিত ৬টি ম্যাচেই মাঠে বসে দেখবেন সিমন্স।

এর আগে ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন জেমি সিডন্স। ৪ বছর কোচিং করানোর পর ঘরের মাটিতে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর পদত্যাগ করেন তিনি। তবে সিডন্সের সবচেয়ে বড় অবদান ছিল আজকের এই পঞ্চপাণ্ডব তৈরিতে ভূমিকা রাখা। তার আমলে টাইগার ব্যাটসম্যানদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এখনও সাকিব-তামিমরা তাদের পারফর্মেন্সের কৃতিত্ব সিডন্সকে দেন।

সিডন্সের অধীনে বাংলাদেশ দল ১৯ টেস্টের মধ্যে ২টি জিতেছে, হেরেছে ১৬টি। ওয়ানডেতে ৮৪ ম্যাচে ৩১ জয়ের বিপরীতে পরাজয় ছিল ৫৩ ম্যাচে। টি-টোয়েন্টি ফরম্যাটের ৮ ম্যাচে সবগুলোই হেরেছিল বাংলাদেশ।

Link copied!