আগামী কাল বাংলাদেশ সময় রাত ১টায় সৌদি আরবের রিয়াদে শুরু হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের ক্ল্যাসিকো। এক লেগের সেমি-ফাইনাল ম্যাচটি নিয়ে তুমুল উত্তেজনা দু'দলেই।
তবে মাঠের হিসেব রিয়ালকে এগিয়ে রাখলেও তা মানতে নারাজ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ক্যাম্প ন্যুতে গত বছর শেষবারের দেখায় বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলে জিতেছিল রিয়াল। এমনকি লিগে তারা আগের তিন ম্যাচেও জিতেছে।
ভালো কিছু খেলোয়াড়ের অনুপস্থিতিতে দলের বর্তমান অবস্থা নাজুক হলেও প্রতিপক্ষকে দুর্বল মেনে নিজেদের ফেবারিট ভাবতে নারাজ কার্লো।
রিয়ালের নতুন এই কোচ বলেন, “আমার দলের খেলোয়াড়রা যদি ভাবত আমরাই ফেভারিট, তাহলে আমি আসলেই চিন্তিত হতাম। তবে তারা তা ভাবছে না। তারা মনে করছে জয়ের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে।”