বার্সেলোনা ধীরে ধীরে তাদের ফর্ম ফিরে পাচ্ছে। তবে এখনই তা রিয়াল মাদ্রিদের সামর্থ্যের তুল্য নয়। গতকাল রাতের ম্যাচ ছিল সুপার কোপা সেমিফাইনালে বছরের প্রথম এল ক্লাসিকো। এই ম্যাচে অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে বার্সা।
বদলি খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে ম্যাচের ৯৮ মিনিটে ফলাফল নির্ধারণী গোলটি করেন। ফরোয়ার্ড করিম বেনজেমা ৭২ মিনিটে এবং ভিনিসিয়াস জুনিয়র ২৫ মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন। বার্সেলোনার পক্ষে লুক ডি জং ৪১ মিনিটে ও সাত মিনিট বাকি থাকতে আনসু ফাতি একটি গোল করেন।
রিয়াল মাদ্রিদ সৌদি আরবে রোববার সুপার কোপা ফাইনাল খেলবে, যেখানে তারা অ্যাটলেটিকো মাদ্রিদ বা অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হবে।
নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখন পর্যন্ত দারুণ মৌসুম কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। তারা লা লিগায় বার্সেলোনার চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে।