দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে নতুন করে ইতিহাস গড়েছে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
শনিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি আশা করি, আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ জয় লাভ করবে।”
এর আগে শুক্রবার রাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামে তামিম ইকবালের দল। এই ম্যাচে ৩৭ রানের জয় পায় টাইগাররা। দেশটিতে তাদের বিপক্ষে আগে ১৯টি ম্যাচ খেললেও এই প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।