চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জমে উঠেছে। কুমিল্লার কাছে খুলনার বিদায়ের পর খাদের কিনারার সামনে দাঁড়িয়ে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মিনিস্টার ঢাকা। ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের বিপল্প নেই এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের বরিশালের মুখোমুখি ঢাকার খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে বরিশাল হেরে গেলেও তাদের কোনো সমস্যা নেই। সবার আগে বিপিএলের অষ্টম আসরের প্লে অফ নিশ্চিত করেছে তারা।
কিন্তু ঢাকার জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। বিপিএলের চলতি আসরে নিজেদের দশম ও শেষ ম্যাচে আজ জিততে না পারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে ঢাকার। আর জিতলে তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত হবে।
ফরচুন বরিশাল একাদশ: মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নুরুল হাসান (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।
মিনিস্টার ঢাকা একাদশ: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ (অধিনায়ক), জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, শুভাগত হোম, শামসুর রহমান, আজমতুল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী, কায়েস আহমেদ, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।