• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ নেদারল্যান্ডসের পেসার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১০:০৮ পিএম
বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ নেদারল্যান্ডসের পেসার

সুপার লিগ সিরিজে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। এই ম্যাচে নেদারল্যান্ডসকে ৭৫ রানে হারিয়েছে আফগানরা।

ফলে ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের দখলে নিয়েছে তারা। ডাচদের সিরিজ পরাজয়ের তিক্ত সময়ের অভিজ্ঞতা তো আছেই, নতুন করে যোগ হয়েছে বল টেম্পারিংয়ের ঘটনা। নিষিদ্ধ এই ঘটনার কালিমা লেগেছে নেদারল্যান্ডসের এক বোলারের গায়ে।

বল টেম্পারিংয়ের দায়ে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ফাস্ট বোলার ভিভিয়ান কিংমা। দোহায় মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে এই কাণ্ড ঘটান কিংমা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়,  ইনিংসের ৩১তম ওভারে তিনি নখ দিয়ে আঁচড়ে বলের আকৃতি পরিবর্তন করেন। কিংমার নিষেধাজ্ঞা বাদেও  ম্যাচ চলার সময়ই শাস্তি পেতে হয় নেদারল্যান্ডসকে।

এই ঘটনায় দলের ওপর রানের জরিমানা করেন আম্পায়ার। এ কারণে না খেলেই অতিরিক্ত ৫ রান পায় আফগানিস্তান। পরে বল বিকৃতির অভিযোগও স্বীকার করেন কিংমা। তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!