• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফাইনালের টিকিট পেতে কুমিল্লার দরকার ১৪৪ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৭:২৯ পিএম
ফাইনালের টিকিট পেতে কুমিল্লার দরকার ১৪৪ রান

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর পরেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করেছে ফরচুন বরিশাল। ফলে ফাইনালের টিকিট পেতে হলে কুমিল্লাকে করতে হবে ১৪৪ রান।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। 

ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন বরিশালের দুই উদ্ভোধনী ব্যাটার ক্রিস গেইল ও তরুণ মুনীম শাহরিয়ার। দুজনে পাওয়ার প্লেতে করেন ৫৭ রান তুলেন। পাওয়ার প্লের পরের ওভারেই শহিদুলের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গেইল। এই ব্যাটার ১৯ বল খেলে ৪ বাউন্ডারিতে করেন ২২ রান। 


শেষ ৩ ম্যাচের মতো আজও ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের আভাস দেন মুনীম। কিন্তু ৪ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩০ বলে ৪৪ রানে থামে তার ইনিংস। বাহাতি স্পিনার তানভীরের ঘুর্ণিতে লেগ বিফোরের ফাদে পরাস্ত হন এই ব্যাটার। 

মূলত মুনীম আউট হবার পর বরিশালের ইনিংসে ধস নামে। সাকিব ১ রান করে রান আউট হন। 

এরপর ১৫ ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বড় স্কোরের পথে থাকা বরিশালের ব্যাটাররা কোনোমতে ক্রিজে থেকে দলের রান এগিয়ে নিয়ে যান।

শেষ দিকে ব্রাভো ও নুরুল হাসানের ২৭ রানের জুটির পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে বরিশাল। 

কুমিল্লার পক্ষে পেসার শহিদুল ইসলাম ৩টি, স্পিনার মঈন আলী ২টি এবং নারাইন ও তানভীর নেন একটি করে উইকেট। 

কোয়ালিফায়ারের আজকের এই ম্যাচে জয়ী দল ১৮ ফেব্রুয়ারির ফাইনালের টিকিট সরাসরি নিশ্চিত করবে। আর হেরে যাওয়া দল সুযোগ হিসেবে দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে আগামী ১৬ ফেব্রুয়ারি৷ সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
 

Link copied!