নারী বিশ্বকাপ 

পাকিস্তানকে ২৩৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৮:১১ এএম
পাকিস্তানকে ২৩৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। হ্যামিল্টনের মাঠে সোমবার (১৪ মার্চ) পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৪ রান করেছে বাংলাদেশের মেয়েরা। 

টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের ৩৭ রানে শামিমা সুলতানার উইকেট হারায় তারা। দলীয় ৭৯ রানে আরেক ওপেনার শারমিন আক্তার (৪৪) ফিরে যান। এরপরই হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। তাদের পার্টনারশিপ থেকে আসে ৯৬ রান।

নিগার দলের ১৭৫ রানে আউট হন। অর্ধশতক থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন তিনি। ফারজানা দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন। পরের ব্যাটারদের মধ্যে রুমানা আহমেদের ১৬ রান সর্বোচ্চ। 

পাকিস্তানের নাসরা সান্ধু বাংলাদেশের তিনটি উইকেট তুলে নেন। এছাড়া, ফাতিমা সানা, নিধা দার ও ওমাইমা সোহাইল একটি করে উইকেট নেন।

Link copied!