• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬
চট্টগ্রাম টেস্ট

ধাওয়া খেয়ে নালায় লাফ দিলেন পাকিস্তানি সমর্থক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০১:২৭ পিএম
ধাওয়া খেয়ে নালায় লাফ দিলেন পাকিস্তানি সমর্থক

চট্টগ্রামে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টে পাকিস্তানের জার্সি পরে বা পতাকা নিয়ে কোনো সমর্থক যেন স্টেডিয়ামে ঢুকতে না পারে, তার জন্য আগেই প্রতিরোধের ঘোষণা দিয়েছিল মুক্তিযুদ্ধ মঞ্চ। পাকিস্তানি জার্সি গায়ে খেলা দেখতে এসে মুক্তিযুদ্ধ মঞ্চের তাড়া খেয়ে নালায় লাফ দিয়েছেন বাংলাদেশের এক পাকিস্তানি সমর্থক। শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে স্টেডিয়াম এলাকা ছাড়তে হয়েছে তাকে।

ওই সমর্থকের নাম অবশ্য জানা যায়নি। তাকে ধাওয়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, মুক্তিযুদ্ধ মঞ্চের ধাওয়া খেয়ে একটি নালায় লাফ দেন ওই তরুণ। এরপর তাকে ক্ষমা চাইতে দেখা গেছে। শেষ পর্যন্ত খেলা না দেখেই ফিরতে হয়েছে তাকে।

মুক্তিযুদ্ধ মঞ্চ আগে ঘোষণা দিয়েছিল, চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে পাকিস্তানি জার্সি পরে আসলেই প্রতিহত করা হবে। সেই অনুযায়ী সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানের জার্সি পরা ওই তরুণ আসেন। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা তাকে আটকান ও তার কাছে জানতে চান, তিনি কোন দেশের নাগরিক। পরে বাংলাদেশের নাগরিক নিশ্চিত হওয়ার পর টেনে তার জার্সি ছিঁড়ে ফেলা হয়।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!