• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

‘ডমিঙ্গোর বিরুদ্ধে খেলোয়াড়দের অনেক অভিযোগ রয়েছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৫:০৮ পিএম
‘ডমিঙ্গোর বিরুদ্ধে খেলোয়াড়দের অনেক অভিযোগ রয়েছে’
ফাইল ছবি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন টাইগার কোচ ডোমিঙ্গোকে ছাটাই করবে বিসিবি। তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু গুঞ্জনটি আর বাস্তবতার মুখ দেখেনি। বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ডমিঙ্গোর অধীনেই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে টাইগাররা। তবে বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা খুব একটা সন্তুষ্ট নন। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিমামে অনুশীলনে এসেছিলেন ম্যাশ। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সোজাসাপটা জানিয়ে দিয়েছেন, ডমিঙ্গোর অধীনে বাংলাদেশের সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি। তবে টাইগার প্রধান কোচকে বাদ দেয়ার ব্যাপারে সরাসরি কিছু না বলে মাশরাফি বোর্ডের সিদ্ধান্তের ওপরেই সব ছেড়ে দিয়েছেন।

মিরপুরে সংবাদ সম্মেলনে মাশরাফি

মাশরাফি জানিয়েছেন, ‘‘ডমিঙ্গোর ব্যাপারে খেলোয়াড়দের অনেক অভিযোগ রয়েছে। কোনো কোচের অধীনে ড্রেসিংরুম সন্তুষ্ট থাকাই সবচেয়ে বড় বিষয়। কিন্তু ডোমিঙ্গোর অধীনে তা নেই। আমার কাছে মনে হয়, এখন পর্যন্ত ডমিঙ্গোর সাফল্যের হার ঐদিকে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্লেয়ারদের অনেক অভিযোগ আছে তাকে নিয়ে।’’

তিনি আরও যোগ করেন, ‘প্রথম যে জিনিসটা তা হলো ড্রেসিংরুম খুশি থাকা। ড্রেসিংরুম যদি খুশি থেকে থাকে তাহলে ভালো। আমার কাছে মনে হয়নি সেটা, তাই খোলামেলা বলেছি। সাফল্যের কথা যদি বলি, ডমিঙ্গোর রেশিও বাংলাদেশ ক্রিকেটে অতো ভালোর দিকে নেই। এখন বিসিবি যদি তাকে নিয়ে খুশি থাকে, খুব ভালো। এটি বিসিবির হাতেই।’

অতীতে যাই হোক, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অবশ্য ডমিঙ্গোর কাছে ইতিবাচক প্রত্যাশাই করছেন মাশরাফি। যেহেতু ডমিঙ্গোর নিজের দেশে খেলা, তাই এই সিরিজে তার বড় ভূমিকা থাকবে বলে বিশ্বাস মাশরাফির।

তিনি বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত কিন্তু ওর রেশিও খারাপের দিকেই বেশি।! দেখা যাক, এখন যদি দক্ষিণ আফ্রিকায় এক্সট্রা অর্ডিনারি কিছু করে আসে। কারণ ওর কালচার, ওর চেনা পরিবেশ, উইকেট সম্পর্কেও জানে। এখানে আশা করছি ও একটা বড় ভূমিকা পালন করবে। এখন যদি সেটা করতে পারে খুব ভালো হবে।’

এদিকে ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিজেদের প্রথম ম্যচ খেলতে পারেননি মাশরাফি। যদিও তার অনুপস্থিতিতেও রূপগঞ্জ তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেন। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় রাউন্ডের খেলায় আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) মাঠে নামছেন টাইগার সাবেক কাপ্তান মাশরাফি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!