• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা স্বাগতিকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৬:৩৫ পিএম
টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা স্বাগতিকরা
ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা তাদের ওপেনিং জুটিতে ঝোড়ো সূচনা করে বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়েছিল। মাত্র ৭ ওভারের মধ্যেই দলীয় পঞ্চাশ রানের কাছাকাছি চলে গিয়েছিল তারা। এরপর দ্রুতই কামব্যাক করে ৫ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। মেহেদি হাসান মিরাজের পর নিজের টানা দুই ওভারে তাসকিন তুলে নিয়েছেন জোড়া উইকেট। তাদের উইকেট-উৎসবে পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান আর শরিফুল ইসলাম।

বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে স্বাগতিকরা তাদের টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। তবে ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের বিপক্ষে লড়াই করছেন ডেভিড মিলার ও প্রিটোরিয়াস জুটি। তারা যথাক্রমে ৭ ও ৩ রানে অপরাজিত আছেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ৮৯ রান। এর আগে একই ভেন্যুতে প্রথম ওয়ানডে ম্যাচে ৩৮ রানের জয় পেয়েছিল টাইগাররা।

এই ম্যাচে জয় তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে মরিয়া হয়ে আছে তামিম ইকবালের নেতৃত্বাধীন টিম বাংলাদেশ। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক),  লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!