• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জন্মদিন সুখের হলো না রোনালদোর


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৯:৪৯ এএম
জন্মদিন সুখের হলো না রোনালদোর

বেশ বাজে সময় কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। মাঠে তো বটেই, মাঠের বাইরেও দলটির অবস্থা ভালো নয়। কয়েক দিন আগেই তাদের খেলোয়াড় ম্যাসন গ্রিনউড আটক হলেন ধর্ষণ ও নির্যাতনের দায়ে। এবার এফএ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি।

গত বছর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ (৫ ফেব্রুয়ারি) ৩৭ বছর শেষে ৩৮-এ পা রেখেছেন এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। তবে জন্মদিনটা সুখের করতে পারলেন না তিনি। ইংলিশ লিগের দ্বিতীয় সারির দল মিডলসব্রোর কাছে টাইব্রেকারে ৮-৭ গোল হেরে এবারের এফএ কাপ থেকে বিদায় নিয়েছে রোনালদোর ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড দুর্বল প্রতিপক্ষ পেয়েই হয়তো নিশ্চিত জয়ের চিন্তাই করেছিল। কিন্তু এই দলটিই ম্যানইউকে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে যায়।

ম্যাচে পুরো সময় ম্যানচেস্টারের খেলোয়াড়রা বল দখলে রাখলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন। ম্যাচের ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন জেডন সাঞ্চো। এটাই দলটির পক্ষে একমাত্র গোল।

দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরান মিডলসব্রোর মিডফিল্ডার ম্যাট ক্রুকস। এরপর গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা করেও নিজেদের এগিয়ে নিতে পারেনি রোনালদোরা। নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

অতিরিক্ত আরও ৩০ মিনিটে কোনো দল গোল না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুই দলই প্রথম সাতটি পেনাল্টিতে গোল পায়। কিন্তু মিডলসব্রো তাদের অষ্টম পেনাল্টিতে সফল হলেও ম্যানচেস্টার ইউনাইটেড ব্যর্থ হয়। তাতেই জয় পেয়ে যায় মিডলসব্রো।

খেলা বিভাগের আরো খবর

Link copied!