• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চেলসির রুশ মালিককে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ১১:৩৬ এএম
চেলসির রুশ মালিককে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা

চলতি মাসের শুরুতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সময় বিষক্রিয়ার শিকার হয়েছেন বলে দাবি করেছেন  রোমান আব্রামোভিচ। চেলসি ক্লাবের এই রুশ মালিক নন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই মধ্যস্থতাকারীও আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এতদিন এই ঘটনা প্রকাশ্যে আসেনি। 

৫৫ বছর বয়সী আব্রামোভিচ দুই দেশের মধ্যে শান্তি ফেরাতে প্রাথমিক আলোচনায় ভূমিকা পালন করেছিলেন। ফেব্রুয়ারির শেষের দিকে ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের ইউক্রেনে পাঠানোর নির্দেশ দেওয়ার পর থেকে দুই দেশ যুদ্ধ শুরু হয়। আব্রামোভিচের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করছেন এবং আলোচনায় তার বেশ তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল।

সোমবার (২৮ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে বলা হয়, আব্রামোভিচ এবং ইউক্রেনীয় পক্ষের অন্তত দুই সিনিয়র আলোচক কিয়েভে বৈঠকের পরে তাদের শরীরে বিভিন্ন লক্ষণ টের পান। আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেকের চোখ লাল হয়ে যায় এবং তাদের মুখ এবং হাতের ত্বকের চামড়া উঠতে থাকে। তাদের শরীরে অসহ্য যন্ত্রণাও হচ্ছিল।

সন্দেহভাজন এই হামলার জন্য মস্কোর কট্টরপন্থী ব্যক্তিদের দায়ী করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা আলোচনা বানচাল করতে চেয়েছিল। তবে আক্রান্ত সবাই এখন বিপদমুক্ত।

Link copied!