• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
মিরপুর টেস্ট

চতুর্থ দিনের খেলা শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ১০:৫৭ এএম
চতুর্থ দিনের খেলা শুরু

বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা। শঙ্কা ছিল চতুর্থ দিন নিয়েও। তবে বৃষ্টির সেই শঙ্কা কাটিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। অবশ্য ভেজা মাঠে কারণে নির্ধারিত সময়ের পরে, ১০.৫০ মিনিটে শুরু হয় দিনে খেল। বৃষ্টি ফের বাগড়া না বসালে আজ অনুষ্ঠিত হবে হবে ৮৬ ওভার।

নিম্নচাপ জাওয়াদের প্রভাবে শনিবার রাত থেকে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে রোববার দ্বিতীয় দিনের খেলা মাত্র ৩৮ বল স্থায়ী ছিল। সোমবারও সারাদিন বৃষ্টি থাকায় মাঠে গড়াতে পারেনি ম্যাচ।

এদিকে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬১ করে দিন শেষ করেছিল পাকিস্তান। অপরাজিত ছিলেন আজহার আলী ও বাবর আজম।

আজ ব্যক্তিগত ৭২* রানে অপরাজিত থেকে বাবর ও ৫২ রানে অপরাজিত থেকে আজহার চতুর্থদিনের ব্যাটিংয়ে নামেন। তবে আজ আর বেশিক্ষণ টিকতে পারেননি এই দুই ব্যাটার। ব্যক্তিগত ৫৬ রানে এবাদত হোসেনে বলে লিটন দাসের গ্লাভসে বল জমা দিয়ে মাঠ ছাড়েন আজহার আলী। অন্যদিকে বাবর আজম ব্যক্তিগত ৭৬ রানে খালেদ আহমেদের এলবিডাব্লুর শিকার হেয় সাজঘরে ফেরেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৯৮ রান। ব্যাট করছেন ফাওয়াদ আলম (১*) ও মোহাম্মদ রেজওয়ান (০*)।

Link copied!