• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
টাইগ্রেসদের চমক

ওয়ানডেতে সর্বোচ্চ রান, প্রথম সেঞ্চুরি সুপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৬:৪৩ পিএম
ওয়ানডেতে সর্বোচ্চ রান, প্রথম সেঞ্চুরি সুপ্তার

মাহমুদুল্লাহ-মোস্তাফিজরা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে না পারলেও একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন সালমা- জাহানারারা। বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানোর পর দ্বিতীয় ম্যাচেও শুভ সূচনা করেছে নারী ক্রিকেট দল।

শারমিন আক্তারের সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে ৩২৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। করেছে টাইগ্রেসরা। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ২১১।

এদিকে দলগত সর্বোচ্চ রানের দিনে অপরাজিত থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) সেঞ্চুরি করেছেন বাংলাদেশী ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। ওপেনিংয়ে নেমে মুরশিদা ৪৭ রানে সাজঘরে ফিরলেও ওপর প্রান্ত আগলে রেখে সুপ্তা খেলেন ১৮১ বলে ১৩০ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়াও ফারজানা হক করেন ৬৭।

এরই মাধ্যমে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরির রেকর্ড গড়লেন সুপ্তা।

মহামারির কারণে দীর্ঘদিন নারীদের আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল আর বাছাই পর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছাড়া খুব একটা প্রস্তুতিও সারতে পারেনি নিগার সুলতানার নেতৃত্বে থাকা টাইগ্রেসরা।

তবে জিম্বাবুয়কে হোয়াইটওয়াশ করে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। তারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে বিশ্বকাপের বাছাই পর্বে।

২০১৩ সালে ওয়ানডে বাংলাদেশের নারীদের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৫ রান করেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। ৮ বছর পর সেই রেকর্ড ভাঙলেন শারমিন আক্তার।

অন্যদিকে মাত্র ৩২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে যুক্তরাষ্ট্র। সালমা ও রুমানা দুইটি করে উইকেট পেয়েছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!