• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ 

ইংল্যান্ডের বোলিং তাণ্ডবে স্বল্প পুঁজি ভারতের


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ১০:৩১ এএম
ইংল্যান্ডের বোলিং তাণ্ডবে স্বল্প পুঁজি ভারতের

মাউন্ট মঙ্গানুইয়ে নারী বিশ্বকাপের আসরে বুধবার (১৬ মার্চ) ইংল্যান্ড ও ভারত মাঠে নেমেছে। ইংলিশদের বোলারদের তাণ্ডবে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। দলের মাত্র ১৮ রানে ওপেনার স্বস্তিকা ভাটিয়া আউট হন। এই উইকেটের পরই শুরু হয় একের পর এক ব্যাটারদের আসা-যাওয়ার পালা। দলের ২৫ ও ২৮ রানে আরও দুই ব্যাটারকে হারিয়ে এলোমেলো হয়ে যায় ভারতের ইনিংস। এরপর তারা আর বিপর্যয় কাটিয়ে উঠতে পারেননি। ওপেনার স্মৃতি মান্ধানা ৩৫ রান করেন, এটাই ইনিংসের সর্বোচ্চ। 

দলে ধারাবাহিক পারফর্ম করা হারমনপ্রিত কৌরও ব্যর্থ ছিলেন। তার ব্যাট থেকে আসে মাত্র ১৪ রান। এছাড়া, রিচা ঘোষ ৩৩ রান করেন। ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৩৬.২ ওভারেই। সবকয়টি উইকেট হারিয়ে দলের সংগ্রহ ১৩৪ রান।

ইংলিশ বোলার চার্লি ডিয়ান ভারতের চারটি উইকেট তুলে নেন। ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড।

Link copied!