• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
যুব বিশ্বকাপ ফাইনাল 

ইংল্যান্ডের দ্বিতীয়, না ভারতের পঞ্চম?


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১২:৫২ পিএম
ইংল্যান্ডের দ্বিতীয়, না ভারতের পঞ্চম?

যুব বিশ্বকাপের ফাইনালে আজ (৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। 

শনিবার সন্ধ্যা ৭টায় অ্যান্টিগায় শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।

আসরের সর্বোচ্চ ৪ বারের শিরোপা জয়ী দল ভারত। অন্যদিকে ১৯৯৮ সালে একবার শিরোপা জিতেছিল ইংলিশ যুবরা। আজ দ্বিতীয় শিরোপার খোঁজে মাঠে নামবেন ইয়ন মরগানদের উত্তরসূরিরা। অন্যদিকে বিরাট কোহলিদের উত্তরসূরিদের লক্ষ্য দেশকে পঞ্চম শিরোপা এনে দেওয়া। 

গত আসরে বাংলাদেশের কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের। এবার শিরোপার স্বাদ নিয়েই গত আসরের দুঃসহ স্মৃতি মুছতে চাইবে ইয়াস ধুলরা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়েই সেমি ফাইনালের টিকেট নিশ্চিত করেছিল তারা। টানা চারবার ফাইনালের মঞ্চে পা রাখা ভারত এবারের আসরে আছে দুর্দান্ত ফর্মে।

অন্যদিকে, ইংল্যান্ড ১৯৯৮ সালে একবার মাত্র অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ওঠে এবং সেই আসরে চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে। এরপর লম্বা বিরতি। দীর্ঘ ২৪ বছর পর যুব বিশ্বকাপ ফাইনালের কাঙ্ক্ষিত টিকেট পেয়েছে ইংলিশরা। সেমি ফাইনালে আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে দিয়েছিল তারা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!