নারী বিশ্বকাপের ২৪তম ম্যাচে বৃহস্পতিবার (২৪ মার্চ) ক্রাইস্টচার্চে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান। ইংলিশদের দাপুটে পারফরম্যান্সে ৯ উইকেটের শোচনীয় হার নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তানের মেয়েরা।
টস হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে। দলের রানের খাতা খোলার আগেই আঘাত হানেন ইংলিশ বোলাররা। শূন্য রানে ফিরে যান নাহিদা খান। অধিনায়ক বিসমা মারুফ দলীয় ১১ রানে আউট হন। আরেক ওপেনার সিদরা আমিন দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন।
দলীয় ৫৮ রানে শীর্ষ পাঁচ ব্যাটারদের হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। বাকি ব্যাটারদের মধ্যে সিদরা নেওয়াজ ২৩ রান করে সামান্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। পাকিস্তানের ইনিংস থামে ৪১.৩ ওভারে। স্কোরবোর্ডে তাদের সংগ্রহ মাত্র ১০৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে ২০ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার ট্যামি বিউমন্ট ব্যক্তিগত ২ রানে ফিরে যান। আরেক ওপেনার ড্যানি ওয়াট অধিনায়ক হেদার নাইটকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। ড্যানি ৬৮ বলে ৭৬ ও হেদার ২৪ রান করেন। মাত্র ১৯.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ৯ উইকেটের বড় জয় পায় তারা।