নারী বিশ্বকাপের নক আউট পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। মাত্র এক ম্যাচ জয় পেয়েছে তারা। অন্যদিকে, ইংল্যান্ড দোদুল্যমান অবস্থায় আছে। তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ভারত। আজ বাংলাদেশের বিপক্ষে হেরে গেলেই বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।
ওয়েলিংটনে রবিবার (২৭ মার্চ) নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রতিপক্ষ ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকেই উইকেট হারায় ইংলিশরা। দলীয় ১৫ ও ২৬ রানে দুই ব্যাটারকে হারায় তারা। এরপর অবশ্য ট্যামি বিউমন্ট ও ন্যাট সেভিয়ার হাল ধরেন। ট্যামি ৩৩ ও ন্যাট ৪০ রান করেন।
১০ রানের ব্যবধানে এই দুজন ফিরে গেলে অ্যামি জোন্স ও সোফিয়া ডাঙ্কলি দায়িত্ব তুলে নেন। অ্যামি ৩১ রান করেন। অন্যদিকে, সোফিয়া ৭২ বলে ৬৭ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ইংল্যান্ডের ইনিংস থামে ২৩৪ রানে।
বাংলাদেশের সালমা খাতুন ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান জাহানারা আলম, রিতু মনি, ফাহিমা খাতুন ও লতা মণ্ডল।
২৩৫ রানের লক্ষ্যে বেশ ধীর গতিতে এগোচ্ছে বাংলাদেশ। ১০ ওভারের খেলা শেষে বিনা উইকেটে ২৩ রান নিয়ে ক্রিজে আছেন দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আক্তার।