• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আফিফের ইনিংসে আত্মবিশ্বাসী মিরাজ


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৭:২৯ পিএম
আফিফের ইনিংসে আত্মবিশ্বাসী মিরাজ
ছবি সংগৃহীত

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) মাঠে নেমেছিল বাংলাদেশ। ৭ বল হাতে রেখে ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

স্বাগতিক বাংলাদেশের জন্য জয়ের পথটা সহজ ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ২১৫ রানে গুটিয়ে যায়। 

২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪৫ রানেই বাংলাদেশের ওপেনিং ও মিডল অর্ডার ব্যাটারদের ধ্বস নামে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটাররা আউট হয়ে দলকে বিপদের মুখে রেখে যান। 

৪৫ রানে ৬ উইকেটের পতনের পর দলের হাল ধরেন হালের দুই তরুণ। মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব দলকে কেবল বিপর্যয়ের মুখ থেকেই টেনে তোলেন না, একেবারে জয় নিয়েই মাঠ ছাড়েন।

আফিফের ব্যাট থেকে আসে অনবদ্য ১১৫ বলে ৯৩ রান। অন্যদিকে, ব্যাট হাতে ১২০ বলে ৮১ রান করে ম্যাচের সেরা হয়েছেন মিরাজ। ম্যাচের পর আফিফের প্রশংসা করতে ভোলেননি এই তারকা।

মিরাজ বলেন, "আমি প্রথমে নার্ভাস ছিলাম। কিন্তু আফিফের ইনিংস আমাকে আত্মবিশ্বাসী করেছে। ও আমাকে বলেছে যে, আমাদের অনেক রান করতে হবে। যা হওয়ার হবে।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!