• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
বাংলাদেশ-আফগানিস্তান

আজ থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ১১:১২ এএম
আজ থেকে টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু

খেলার মাঠে সবচেয়ে আকর্ষণীয় দর্শকের উল্লাস। ক্রিকেট মাঠে পছন্দের দলের চার-ছয়ে উল্লাসে ফেটে পড়ে ক্রিকেট স্টেডিয়াম। করোনার ক্রান্তিকালে দীর্ঘ সময় দর্শকশূন্য ছিল বাংলাদেশ ক্রিকেট। দর্শক খরা কাটিয়ে আবারও গ্যালারি পরিপূর্ণ হয়েছে সমর্থকদের পদচারণে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট আসরেও গ্যালারি শূন্য ছিল। অবশেষে আফগানিস্তান সিরিজের মাধ্যমে গ্যালারিতে আবার উড়ছে লাল-সবুজ পতাকা। ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও গ্যালারিতে উপস্থিত থাকবে দর্শক। বুধবার (২ মার্চ) আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে।

ওয়ানডে সিরিজের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। তবে স্টেডিয়ামের ধারণক্ষমতার কত শতাংশ দর্শক উপস্থিতি রাখা হবে কিংবা কত টিকিট বিক্রি করা হবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক উপস্থিতি রাখা হবে।

আজ সকাল ৯টা থেকে টিকিট পাওয়া যাচ্ছে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Link copied!