নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে ৩২.১ ওভারে ৫ উইকেটে জয়ের জন্য ১৩৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
শুক্রবার (২৫ মার্চ) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক দেরিতে শুরু হওয়ায় কমে যায় ম্যাচের দৈর্ঘ্য। প্রতি ইনিংস নির্ধারিত হয় ৪৩ ওভার করে। লতা মণ্ডল (৩৩) ও শারমিন আখতারদের ব্যাটে ভর দিয়ে ১৩৫ রান তোলে বাংলাদেশ।
তুলনামূলক ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও জয়ের জন্য ঘাম ঝরাতে হয় অস্ট্রেলিয়ার ব্যাটারদের। দলীয় ২৬ রানের মধ্যে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে চারে নামা বেথ মুনির ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারা। মুনি ব্যক্তিগত ৬৬* রানে অপরাজিত থাকেন। এছাড়া অ্যানাবেল সাদারল্যান্ড অপরাজিত ২৬* রান করেন।
বাংলাদেশের হয়ে সালমা খাতুন ৩৬ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আক্তার ও রুমানা আহমেদ একটি করে উইকেট নেন।
প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে মুনি।