• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

টানা পঞ্চম শিরোপা জয়ের বিশ্বরেকর্ড কোর্দার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৬:০৪ পিএম
টানা পঞ্চম শিরোপা জয়ের বিশ্বরেকর্ড কোর্দার
শিরোপা জয়ের আনন্দে পানিতে ঝাঁপ দিচ্ছেন নারী গলফ তারকা নেলি কোর্দা । ছবি : সংগৃহীত

বিশ্বের এক নম্বর নারী গলফ্ তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের নেলি কোর্দা বছরের প্রথম বড় ইভেন্ট শেভরন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। সেই সঙ্গে টানা  পঞ্চম টুর্নামেন্ট জিতে একটি বিশ্বরেকর্ড স্পর্শ করলেন ২৫ বছর বয়সী কোর্দা।  টেক্সাসের এক ঝলমলে দিনে কোর্দা শিরোপা নিশ্চিত করেন।  

এর আগে, ১৯৭৮ সালে রন্যান্সি লোপেজ এবং ২০০৫ সালে অ্যানিকা সোরেনস্টাম পরপর পাঁচটি এলপিজিএ ইভেন্ট জিতেছিলেন। কোর্দা তৃতীয় খেলোয়াড় হিসেবে বিরল এই কৃতিত্বের অধিকারী হলেন।

কোর্দা শিরোপা জেতার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘কিছুটা হতাশায় দিনটা শুরু করি। তবে শেষ পর্যন্ত জয় পেয়ে আমি খুবই খুশি। আমি ছোট বেলা থেকেই টেক্সাসের শেভরন ইভেন্ট জেতার স্বপ্ন দেখতাম। তাতে সফল হওয়ায় বেশ আনন্দিত আমি।’

তিনি বলেন, ‘আমি সত্যিই নার্ভাস ছিলাম। আমি পেটের পীড়ায় অসুস্থ বোধ করেছি। তারপরও শিরোপা লাভের পর স্বস্থি বোধ করছি। ‘

ইভেন্টে সুইডেনের মাজা স্টার্ক দ্বিতীয় এবং যুক্তরাষ্ট্রের লরেন কফলিন  ও কানাডার ব্রুক হেন্ডারসন যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন।

Link copied!