• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিম্বাবুয়ের বিপক্ষে উইন্ডিজের সংগ্রহ ১৫৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৪:০৩ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে উইন্ডিজের সংগ্রহ  ১৫৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বুধবার (১৯ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে হোবার্টের বেলেরিভ ওভালে খেলতে নেমেছে ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করতে নেমেছিল উইন্ডিজরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে তারা।

ইনিংসের ২৮ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্স আউট হন। দ্বিতীয় উইকেট জুটি দলের রান ৭৭ পর্যন্ত নিয়ে থামে। এভিন লুইস ১৫ রানে আউট হন। দলের ৯০ রানে নিকোলাস পুরান প্যাভিলিয়নের পথ ধরেন। জনসন চার্লস দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৪৫ রান করেন।

রভম্যান পাওয়েলের ২৮ ও আকিল হোসেনের ২৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের চ্যাম্পিয়নরা আর একটি ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। এই সমীকরণকে সামনে রেখে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে তারা। অবশ্য, জিম্বাবুয়ে অবশ্য প্রথম ম্যাচে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

Link copied!