• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

‘প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৪:০১ পিএম
‘প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব’
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

গত ১৪ জানুয়ারি চোখের রেটিনার চিকিৎসা করাতে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে যান বিশ্বসেরা অলরাউন্ডার ও নতুন সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। সেখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর সবকিছু পজিটিভ থাকার কথা রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক দুই দিন আগেই জানান। ডাক্তার দেখিয়ে বৃহস্পতিবার রাতেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই ক্রিকেট তারকা। 

শুক্রবার রংপুর রাউডার্সের অনুশীলনে যোগ দেন সাকিব। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে কোচের সাথে তাকে পরামর্শ করতে দেখা গেছে। এরপর নিজে বোলিং অনুশীলন করেছেন, দেখেছেন সতীর্থদের ব্যাটিংও।

বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব। এরপর প্রায় দুই মাস তিনি মাঠের বাইরে ছিলেন। নতুন করে আবার খেলায় ফিরতে তিনি কতটা ব্যাকুল, সেটি তার সাম্প্রতিক অনুশীলনেই টের পাওয়া গেছে। তবুও বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যা তার সেই আগ্রহে ব্যাঘাত ঘটিয়েছে। শঙ্কা ছিল বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুরের হয়ে খেলার কথা জানিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে রংপুর রাইডার্স বিশ্বসেরা এই অলরাউন্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ ডান (সম্পন্ন)। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনও বাড়ে, আবার কখনও কমে। বিপিএল শুরুর আগে আবারও সেই সমস্যায় বাড়ায় গত রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পরে নেমেছিলেন সাকিব। এবার উন্নত চিকিৎসায় গেলেন লন্ডনে।

শনিবার তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু করবে সাকিবের রংপুর।
 

Link copied!