• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

জোভান-আইশার মিষ্টি প্রেমে বাধা পরিবার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৬, ২০২৪, ১২:৫৯ পিএম
জোভান-আইশার মিষ্টি প্রেমে বাধা পরিবার!
ফারহান আহমেদ জোভান ও আইশা খান । ছবি: সংগৃহীত

টিভির জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী আইশা খান। তারা অভিনীত নতুন একটি নাটকে। এটির নাম ‘থেমে যেতে নেই’। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। রঙ্গন এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ মে) এটি প্রচারে আসবে। এরইমধ্যে নাটকটির ট্রেলার প্রকাশ হয়েছে।

নির্মাতা জানান, মিষ্টি একটা প্রেম-ভালোবাসার গল্পের নাটক এটি। যেখানে একটি ছেলে ও মেয়ের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় পরিবার। মেয়েটির ঠিক যখন বিয়ের জন্য পরিবার থেকে চাপ সৃষ্টি হয় তখন প্রেমিক ছেলেটা কেমন পরিস্থিতি পার করে সেটি এ নাটকে দর্শক দেখতে পাবে।

প্রসঙ্গত, ‘তখন যখন’, ‘প্রথম ভালোবাসা’, ‘কিছু কথা বাকী’সহ গেল ঈদে প্রচারিত কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন জোভান। ভিউ দৌড়েও এগিয়ে ছিলেন তিনি।

এদিকে, অভিনেত্রী আইশা খানও নিয়মিত কাজ করছেন। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টে ‘মায়াবিনী’ শিরোনামে তার একটি নাটক প্রচারে এসেছে। 

Link copied!