• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

চলতি বিশ্বকাপে যেখানে মোস্তাফিজ সবার সেরা


তারিক আল বান্না
প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০৭:২৪ পিএম
চলতি বিশ্বকাপে যেখানে মোস্তাফিজ সবার সেরা
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে উঠতে পারেনি ১২টি দল। জমজমাট লড়াইয়ে যোগ্যতার স্বাক্ষর রেখে ৮টি দল এখন সুপার এইটের সুপার লড়াইয়ের জন্য প্রস্তুত। সুপার এইটে উঠা দলগুলোর বোলারদের মধ্যে বাংলাদেশের ‍‍‘কাটারমাস্টার‍‍’ মোস্তাফিজুর রহমান একটি হিসেবে সবার সেরায় অবস্থান করছেন। তার বল খেলতেই পারছেন না বিশ্বের  সব খ্যাতিমান ব্যাটাররা। 

সুপার এইটের বোলারদের মধ্যে তিনি সেরা ইকনোমি বোলার। অর্থাৎ ওভার প্রতি গড়ে সবচেয়ে কম রান খরচ করা বোলার মোস্তাফিজ। তিনি ৩.৩৭ ইকনোমিতে বল করেছেন। তিনের ঘরে মোস্তাফিজ একমাত্র  বোলার। মোস্তাফিজ ৪ ম্যাচে ৯৬ বল করে ৫৪ রানে ৭টি উইকেট লাভ করেছেন। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার মার্করাম ৪ ম্যাচে ১২ বল করে ৮ রানে ১টি উইকেট পেয়েছেন, তার ইকনোমি ৪.০০। তিন নম্বরে আছেন ভারতের বুমরাহ। তিনি ৩ ম্যাচে ৬৬ বল করে ৪৫ রানে ৫টি উইকেট লাভ করেছেন ৪.০৯ ইকনোমিতে। ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৪ ম্যাচে ৯০ বল করে ৬২ রানে ৯টি উইকেট পেয়েছেন ৪.১৩ ইকনোমিতে, রয়েছেন চার নম্বরে। পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার বার্টম্যান, ৪ ম্যাচে ৯৬ বল করে ৬৭রানে নিয়েছেন ৫টি উইকেট। দক্ষিণ আফ্রিকার নরকিয়া ৬ নম্বরে আছেন ৪ ম্যাচে ৯৬ বল করে ৭০ রানে ৯ উইকেট নিয়ে। তার ইকনোমি ৪.৩৭। দক্ষিণ আফ্রিকার জ্যানসেন ৪ ম্যাচে ৯১ বল করে ৬৮ রানে ২টি উইকেট লাভ করেছেন, সপ্তম স্থানে থাকা তার বোলিং ইকনোমি ৪.৪৮। অষ্টম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাককয় ১ ম্যাচে ১৮ বল করে ১৪ রানে ৩টি উইকেট পান, তার ইকনোমি ৪.৬৬। নবম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শামসি, তিনি ১ ম্যাচে  ২৪ বল করে ১৯ রানে ৪ উইকেট লাভ করেছেন, তার ইকনোমি ৪.৭৫। দশম স্থানে থাকা বাংলাদেশের তানজিম সাকিব ৪ ম্যাচে ৯০ বল করে ৭২ রানে ৯টি উইকেট পেয়েছেন, তার ইকনোমি ৪.৮০।

Link copied!