ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের অস্ত্রোপচার হয়েছে। সফল অস্ত্রোপচারের পর ভারতীয় ক্রিকেট দলের বাঁ হাতি উইকেটরক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন। গত বছরের ৩০ ডিসেম্বর উত্তরাখণ্ডে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। সেই ঘটনার ১৭ দিন পর প্রথমবার মুখ খুললেন পান্ত।
পান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবাইকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “দুর্ঘটনার পর থেকে আমি যে ভালোবাসা এবং শুভেচ্ছা পেয়েছি তার জন্য আমি অভিভূত এবং কৃতজ্ঞ। সবাইকে জানাতে পেরে খুব খুশি যে, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করছে, গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। ভারতীয় ক্রিকেট বোর্ড, সেক্রেটারি জয় শাহ এবং সরকারি কর্মকর্তা- অভূতপূর্ব সমর্থনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ।”
তিনি আরও লিখেছেন, “সমর্থক, সতীর্থ, ডাক্তার এবং ফিজিওদের ধন্যবাদ জানাতে চাই। প্রতিনিয়ত উৎসাহের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। মাঠে সবাইকে দেখার অপেক্ষায় আছি।”
গত বছরের ৩০ ডিসেম্বর শুক্রবার ভোরে দিল্লি থেকে নিজে গাড়ি চালিয়ে নিজ বাড়ি উত্তরাখণ্ডে যাচ্ছিলেন ঋষভ। কিন্তু বাড়ি পৌঁছানোর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে দেরাদুনের একটি জায়গায় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি।