বেশি দিন আগের ঘটনা নয়। পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের আগে জাতীয় দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে পেসার হারিস রউফকে একহাত নিয়েছিলেন নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। সফরে নাকি তারকা পেসার টেস্ট খেলবেন বলেও, কথা রাখেননি। এবার নিজের অবস্থান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন রিয়াজ। সেই হারিসের পাশেই কার্যত দাঁড়ালেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেললেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হারিসকে বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি দিয়েছে। আর তা নিয়েই যখন বিতর্ক চরমে, তখন হারিসের পাশে দাঁড়িয়ে পিসিবির অনুমতিপত্র দেওয়াকে সমর্থন করলেন রিয়াজ।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে রিয়াজ বলেন, এখন থেকে শুরু করে নিউজিল্যান্ড সিরিজের আগে পর্যন্ত প্রায় দেড় মাস সময় রয়েছে। এই সময়ে হারিস কোনো রকম ক্রিকেট খেলছে না। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে হারিসের বিগ ব্যাশ নিয়ে যে চুক্তি রয়েছে, তা খুব বেশি ম্যাচের নয়। মাত্র পাঁচটি ম্যাচ বিগ ব্যাশে খেলবে সে। হারিস একজন পেসার, ফলে ওকে ছন্দ ধরে রাখতে হলে ২২ গজে নেমে খেলাটা খুব প্রয়োজনীয়। আর সেই কথা মাথাতে রেখেই আমরা ওকে অনুমতিপত্র দিয়েছি ৭ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
রিয়াজ আরো যোগ করেন, হারিসকে অনুমতিপত্র দেওয়ার উদ্দেশ্যে হল, যাতে সে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে ছন্দে থেকেই যোগ দিতে পারে। বলা যায়, এই বিশেষ কারণেই ওকে অনুমতিপত্র দেওয়া হয়েছে।