• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ভারতকে কম অর্জনের দল ভাবেন ভন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৩, ০৫:৩৪ পিএম
ভারতকে কম অর্জনের দল ভাবেন ভন
মাইকেল ভন । ছবি: সংগৃহীত

আর মাত্র এক দিন বাকি বছর শেষ হতে। আগের বেশ কয়েক বছরের মতো এবারও পুরো বছরটাতে ভারতের ক্রিকেট অর্জন কিন্তু তেমন কিছুই নয়। এটা মনে করিয়ে দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কৃতি ব্যাটার মাইকেল ভন। 

এক দশক ধরে আইসিসির কোনো শিরোপা জিততে পারছে না ভারত। সর্বশেষ ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা। এরপর একে একে ব্যর্থতায় কেটে গেছে ১০টি বছর।

অথচ বুদ্ধির তীক্ষ্ণতা কিংবা সামর্থ্য সবই তো আছে ভারতীয়দের। রোহিত-কোহলিদের এমন হতাশাজনক পারফরম্যান্সের বিষয়টি অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন ফক্স স্পোর্টসের একটি আলোচনায় তুলে ধরেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

মাইকেল ভন মনে করেন, সামর্থ্য থাকা সত্তে¡ও ভারত অনেক কিছুই অর্জন করতে পারেনি। আলোচনার সময় তিনি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আপনি কি মনে করেন, কম অর্জনের দিক থেকে ভারত বিশ্বের দলগুলোর মধ্যে অন্যতম?’

মার্ক ওয়া পাল্টা ভনের দিকেই প্রশ্নটি ছুঁড়ে দিয়েছেন। তখন ভন বলেন, ‘সম্প্রতি কোনো শিরোপা জিততে পারেনি ভারত। আমিও একই চিন্তা করি। তারা কোনো কিছুই জিততে পারেনি। সর্বশেষ সময়েও কি তারা কিছু জিততে পেরেছে? অথচ, তাদের বুদ্ধিমত্তা ছিল, দক্ষতা ছিল।’

এ সময় ভারতের বিশ্বকাপ ব্যর্থতার কথাও তুলে ধরেন ২০০৫ সালের অ্যাশেজজয়ী এই ইংলিশ ক্রিকেটার। র‌্যাংকিং অনুসারে ভারতের আরো অর্জন করা উচিত বলে মনে করেন ভন। তিনি বলেন, ‘তারা একটি ভালো দল। তাদের অনেক বুদ্ধি আছে। তাদের বুদ্ধিমত্তা ও সামর্থ্য বিবেচনায় আমি মনে করি, তাদের আরও জেতা উচিত।’

 

Link copied!