• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫
আইপিএল

কোহলি-ফাফ তাণ্ডবে সহজ জয় ব্যাঙ্গালুরুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৩, ০৩:১৯ এএম
কোহলি-ফাফ তাণ্ডবে সহজ জয় ব্যাঙ্গালুরুর
ছবি: আইপিএল

বকিদের ব্যর্থতার দিনে তিলক বর্মার লড়াকু পঞ্চাশোর্দ ইনিংসে ১৭১ রানের সংগ্রহ পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই পুঁজি নিয়ে মুম্বাইকে লড়াই করার সুযোগও দেয়নি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির তাণ্ডবে ২২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

রোববার (২ এপ্রিল) আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইকে আট উইকেটের ব্যবধানে হারিয়েছে ব্যাঙ্গালুরু।

আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ইশান কিশানকে হারায় মুম্বাই। পাঁচ রানের ব্যবধানে দলীয় ১৫ রানে ফিরে যান  ক্যামেরুন গ্রিন। শুরু থেকেই অস্বস্তিতে থাকা অধিনায়ক রোহিত শর্মা ফেরেন ১০ বল খেলে ১ রান করে। দলীয় ৪৮ রানে সূর্যকুমার যাদবও ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে মুম্বাই।

এরপর দলের হাল ধরেন তিলক।  অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিল চললেও একপ্রান্ত আগলে রাখেন তিনি। ৩২ বলে ফিফটি পূর্ণ করা তিলক শেষ পর্যন্ত খেলেন অপরাজিত ৪৬ বলে ৮৪ রানের ইনিংস। ২০ ওভারে শেষ পর্যন্ত ৭১ রানের পুঁজি পায় মুম্বাই। ব্যাঙ্গালুরুর হয়ে জোড়া উইকেট নেন করন শর্মা।

লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির উদ্বোধনী জুটিতে ঝড়ো শুরু পায় ব্যাঙ্গালুরু। দুজনে মিলে গড়েন ৮৯ বলে ১৪৮ রানের জুটি। ২৯ বলে ফিফটি পূর্ণ করা খেলেন ফাফ ৪৩ বলে পাঁচ চার ও ছয় ছক্কায় ৭৩ রানের ইনিংস।

তিন নম্বরে নামা দীনেশ কার্তিক ফেরেন তিন বলে শূন্য রান করে।  এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন কোহলি। ৩৮ বলে ফিফটি পূর্ণ করা কোহলি ছক্কা মেরে নিশ্চিত করেন দলের জয়। শেষ পর্যন্ত ৫ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৮২ রানে থাকেন তিনি। অন্যপ্রান্তে অপরাজিত ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩ বলে ২ ছক্কায় ১২ রান। 

Link copied!