• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ভাইরাল মেসি ভক্তের ৭ বছর আগের করা টুইট!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:৩৪ পিএম
ভাইরাল মেসি ভক্তের ৭ বছর আগের করা টুইট!

কিছুক্ষণ পর বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশ্বকাপের অনেকেই এই নিয়ে করেছিলেন নানা ভবিষ্যতবাণী। তবে হোসে মিগুয়েল পোলানকোর করা ভবিষ্যতবাণী নিশ্চিতভাবেই সবার নজর কেড়েছে। কারণ, বিশ্বকাপ শুরুর ৭ বছর আগেই ভবিষ্যতবানীতে বলেছিলেন কাতারে ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর ৮ বছর বিরতি দিয়ে বিশ্বকাপের ফাইনালে নামছে আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপের এক বছর পর ২০১৫ সালের ২১ মার্চ হোসে মিগুয়েল পোলানকো নামে এক সমর্থক তার ভবিষ্যতবাণীতে জানিয়েছিলেন কাতার বিশ্বকাপের ফাইনালে খেলবে আর্জেন্টিনা। শুধু তাই নয়, আলবিসেলেস্তারা বিশ্বকাপ জিতবে বলেও ঘোষণা দিয়েছিলেন। ম্যাচ শেষেই অবশ্য জানা যাবে তার ভবিষ্যতাবণী ঠিক হয় কি-না।

২১ মার্চ,২০১৫ সালে করা ওই টুইটে পোলানকো বলেন, “২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে মেসি ও তার দল ফাইনাল খেলবে। ৩৪ বছর বয়সী মেসি শিরোপা জিতে সর্বকালের সেরা খেলোয়াড় হবে। ৭ বছর পর কথা মিলিয়ে নিয়েন।”

হয়েছেও তাই, সাত বছর পর ৩৫ বছর বয়সী লিওনেল মেসি কাতারে বিশ্বকাপের ফাইনাল খেলছেন। এবার শিরোপা উঁচিয়ে ধরতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

Link copied!