• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

এবার নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলার প্রস্তাব পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১২:৩৩ পিএম
এবার নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলার প্রস্তাব পাকিস্তানের

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বহু পুরনো। এবার এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে আসবে না। পিসিবির দেওয়া হাইব্রিড প্রস্তাব আবার প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বোর্ড। এবার নিরপেক্ষ ভেন্যুতে আসর আয়োজনের প্রস্তাব এসেছে পাকিস্তান বোর্ডের তরফ থেকে।

পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি প্রস্তাব দিয়েছেন ২০২৩ সালের এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু হতে পারে ইংল্যান্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৩ সালের জন্য নির্ধারিত মহাদেশীয় ইভেন্টের ভেন্যু চূড়ান্ত করতে অনেক বাধার সম্মুখীন হয়েছে।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ বলেছেন যে, নিরাপত্তার কারণে ভারত পাকিস্তান সফর করবে না। ইঙ্গিত দেয় যে, টুর্নামেন্টটি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। যাইহোক, পিসিবি এই কথায় সন্তুষ্ট ছিল না এবং চেয়ারম্যান নাজাম শেঠি উল্লেখ করেছিলেন যে, ভারত পাকিস্তানে ভ্রমণ করতে অস্বীকার করলে পাকিস্তানও ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতে যাবে না।

সম্প্রতি, পিসিবি এই ইভেন্টের আয়োজনের জন্য একটি হাইব্রিড মডেলের প্রস্তাব করেছে। যেখানে ভারত তাদের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলবে। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই উত্তপ্ত আলোচনার মধ্যে নাজাম শেঠি আরেকটি পরামর্শ দিয়েছেন। পিসিবি প্রধান দাবি করেছিলেন যে, পাকিস্তান যেহেতু আয়োজক তাদের কাছে টুর্নামেন্টটি কোথায় হবে তা বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং পরামর্শ দিয়েছেন যে টুর্নামেন্টটি যুক্তরাজ্যে হতে পারে।

এশিয়ান দুই ক্রিকেট বোর্ডের মধ্যে চলমান দ্বন্দ্ব কোনো গোপন বিষয় নয়। বিসিসিআই মহাদেশীয় কাপের জন্য পাকিস্তানে না যাওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান বজায় রেখেছে।

Link copied!