খেলতে গিয়ে হাত ভাঙলো পাইলটের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৩:৪৫ পিএম
খেলতে গিয়ে হাত ভাঙলো পাইলটের
ছবি: সংগ্রহীত

পেশাদার ক্রিকেট ছেড়েছেন অনেক বছর হয়েছে। তবে এখনও সুযোগ পেলে মাঠে নেমে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সেরকমই এক ম্যাচ খেলতে গিয়ে মারাত্মক চোট পেয়েছেন তিনি।

ঘটনা শুক্রবারের, সেদিন রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে একটি স্থানীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘রাজশাহী সিক্সার্স’ দলের হয়ে খেলছিলেন পাইলট।

ম্যাচের শেষ বলে প্রতিপক্ষের জয়ের জন্য প্রয়োজন ছিল চার রান। ওই বলে প্রতিপক্ষের ব্যাটার দারুণ একটি শটও খেলেছিলেন। তবে দারুণ খিপ্রতায় ঝাপিয়ে পড়ে ওই বল ঠেকিয়ে দেন পাইলট।

এতে দল জিতলেও মারাত্মক চোট পান পাইলট। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর দেখা যায় তার বা হাত ভেঙে গেছে। এরপর  আপাতত রাজশাহির বাসায় নেওয়া হয়েছে পাইলটকে। সেখানে বিশ্রামে আছেন তিনি। আগামী সোমবার বা মঙ্গলবার পাইলটের হাতে সার্জারি করা হতে পারে।  

Link copied!