অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের মেয়েদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৪:৫৮ পিএম
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস বাংলাদেশের মেয়েদের

 প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথমে ফিল্ডিং করে অস্ট্রেলিয়াকে ১৩০ রানে আটকে রেখেছিলেন মারুফা-দিশারা। পরে ১২ বল বাকি থাকতে সেই লক্ষ্য তাড়া ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

 শনিবার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো আয়োজিত নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করতে নেমে ইনিংদের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাঘিনীরা।

বল হাতে নিয়েই অজি ওপেনার কেটি পেল্লিকে ফিরিয়ে দেন দিশা বিশ্বাস। দলীয় ২২ রানে আরেক ওপেনার প্যারিস বৌডলারকেও ফিরিয়ে শুরুতেই অজি শিবিরে জোড়া ধাক্কা দেন দিশা।

এরপর ক্লেয়রি মুরি ও এলা হ্যায়ওয়ার্ড মিলে প্রাথমিক চাপ সামলে বড় জুটি গড়েন। গলার কাঁটা হয়ে ওঠা এই জুটি ভেঙে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন রাবেয়া খান।

এরপর চার রানের ব্যবধানে ফিরে যান লুচি হ্যামিলটন ও এলা হ্যায়ওয়ার্ডও। ফেরার আগে ৫২ রানের ইনিংস খেলেন এলা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

জয়ের জন্য ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফিরে যান ওপেনার রানি সাহা। এরপর দিলারাকে নিয়ে প্রাথমিক চাপ সামলে বড় জুটি গড়েন আরেক ওপেনার আরিফা আনাম।

দলীয় ৬৬ রানে রানে আরিফা ফিরলে ভাঙে তাদের জুটি। ফেরার ২৪ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। সঙ্গী হারানোর পর মাত্র পাঁচ রানের ব্যবধানে ফিরে যান দিলারাও। এই উইকেটরক্ষক খেলেছেন ৪০ রানের দুর্দান্ত ইনিংস।

৭১ রানে তিন উইকেট হারালেও বাংলাদেশকে চাপে পড়তে দেননি স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার। দুজনে মিলে ৬১ রানের নিরবিচ্ছিন জুটি গড়ে জয় নিশ্চিত করেন বাংলাদেশের।

ম্যাচ শেষে স্বর্ণা ১৮ বলে ২৩ ও সুমাইয়া ২৫ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। আঠারোতম ওভারের শেষ বলে সুমাইয়া যখন চার মেরে খেলা শেষ করেন তখনো ইনিংসের বাকি ১২ বল। 

Link copied!