• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

এশিয়া কাপের ৪ ম্যাচ পাকিস্তানে, ৯ ম্যাচ শ্রীলঙ্কায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৫:৪৮ পিএম
এশিয়া কাপের ৪ ম্যাচ পাকিস্তানে, ৯ ম্যাচ শ্রীলঙ্কায়

অবশেষে এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, ‍‍‘হাইব্রিড মডেল‍‍’ অনুযায়ীই হচ্ছে এশিয়া কাপ।

বৃহস্পতিবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এশিয়ার ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়বে। প্রতি গ্রুপে তিনটি করে দল খেলবে। এসব গ্রুপ থেকে দুইটি দল যাবে সুপার চারে। এরপর সুপার চারের শীর্ষ দুইটি দল খেলবে ফাইনাল।  

এশিয়া কাপের আয়োজক দেশ ছিল পাকিস্তান। তবে দেশটিতে খেলতে আপত্তি জানায় ভারতীয় দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‍‍‘হাইব্রিড মডেল‍‍’ প্রস্তাব করে। এই মডেল অনুযায়ী, এশিয়া কাপের ১৩টি ম্যাচের মধ্যে চারটি পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। অবশেষে পিসিবির এই মডেল অনুযায়ীই টুর্নামেন্টটি হতে যাচ্ছে।

আগামী ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আসরটি হবে। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশগ্রহণ করবে।  

Link copied!