• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

সেই সাংবাদিক খুন হয়েছেন, দাবি ভাইয়ের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৭:০৯ পিএম
সেই সাংবাদিক খুন হয়েছেন, দাবি ভাইয়ের

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে প্রেসবক্সে কাজ করার সময় মর্মান্তিক মৃত্যু হয়েছে বিখ্যাত মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল। আচমকা হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল তখন। তবে ওয়ালের ভাই এরিক ওয়ালের দাবি, গ্রান্টকে খুন করা হয়েছে।

এরিক বলেন, সেদিন রংধনু রঙের শার্ট পড়েই মাঠে ঢুকতে চেয়েছিলেন গ্রান্ট। কিন্তু নিরাপত্তাকর্মীদের বাঁধায় তাকে শার্ট পাল্টে মাঠে ঢুকতে হয়। এ কারণেই তাকে খুন করা হয়েছে বলে পরোক্ষভাবে দাবি করেন তিনি।

এরিক বলেন, ‘আমি গ্রান্ট ওয়ালের ভাই। আমি সমকামী, আমার জন্যই সে রংধনু শার্ট পরে এসেছিল বিশ্বকাপে। আমার ভাই সুস্থ ছিলেন। সে এমনি এমনি মারা গেছে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, তাকে হত্যা করা হয়েছে এবং আমি যেকোনো সাহায্যের ভিক্ষা চাচ্ছি।”

গ্রান্টের ব্যাপারে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসেও কথা বলা হয়েছে বলে জানান এরিক। “সে স্টেডিয়ামে লুটিয়ে পড়ার পর সিপিআর দেওয়া হয়েছিল। পরে উবারে করে হাসপাতালে নেওয়া হয়। আমরা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি এবং সেলিন (গ্রান্টের স্ত্রী) হোয়াইট হাউসে কথা বলেছে” যোগ করেন এরিক।

Link copied!