• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬
বিপিএল

প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজারের ক্লাবে তামিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩, ০৮:০৮ পিএম
প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজারের ক্লাবে তামিম
ছবি: সংগ্রহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খুব একটা স্বস্তিতে ছিলেন না খুলনা টাইগার্সের ব্যাটার তামিম ইকবাল। তবে খোলস ছেড়ে বেরিয়ে টান দুই ম্যাচে রান পেয়েছে এই ওপেনার। শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তো নতুন মাইলফলক স্পর্শ করেছেন তামিম।

প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান করলেন তামিম ইকবাল। সবমিলিয়ে বিশ্বে তামিম ৪০তম। চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে টি-টোয়েন্টিতে তামিমের রান ছিল ৬৯৯৫ রান।

ফরহাদ রেজার করা ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে চার মেরে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেন তামিম। সবমিলিয়ে মাইলফলক ছোঁয়ার ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেচেহ ৩৭ বলে ৪৪ রানের ইনিংস।

সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তামিমের লেগেছে ২৪২ ইনিংস। যেখানে এবিডি ভিলিয়ার্সের ২৪৫, ব্রেন্ডন ম্যাককালামের লেগেছিল ২৪৬ ইনিংস। সবচেয়ে দ্রুততম সাত হাজারি ক্লাবে ঢোকায় অষ্টম তামিম। সবচেয়ে কম ১৪২ ইনিংসে সাত হাকারি ক্লাবে ঢুকেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তামিম ইকবালের। এই বাঁহাতি বাংলাদেশি এই ফ্র্যাঞ্চাইজি লিগে ৮৪ ম্যাচে সংগ্রহ করেছেন ২৭৮১ রান।

Link copied!