• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ইমপ্যাক্ট নিয়মের বিরোধিতায় রোহিতের পাশে সিরাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৫:২৬ পিএম
ইমপ্যাক্ট নিয়মের বিরোধিতায় রোহিতের পাশে সিরাজ
রোহিত শর্মা ও মোহাম্মাদ সিরাজ। ছবি : সংগৃহীত

ভারতের আইপিএলে চালু হওয়া ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি নিয়ে সেদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কঠোর সমালোচনা করেছেন। তার সঙ্গে সুর মিলিয়েছেন আরও অনেকেই। যেখানে রয়েছে জাতীয় দলের পেসার মোহাম্মাদ সিরাজের নামও।  

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে চালু হয়নি। এই নিয়মে অলরাউন্ডারদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

মোহাম্মদ সিরাজ বলেন, ‘একটু চিন্তা করলেই স্পষ্ট হবে ইমপ্যাক্ট প্লেয়ার বিষয়টি কতটা নেতিবাচক এবং হতাশার। আমি সর্বদা ইতিবাচক থাকার চেষ্টা করি এবং আমার চারপাশের সমস্ত নেতিবাচক ধারণার বিরুদ্ধে থাকি।’

সিরাজ আরও বলেন, ‘আমার খেলার পরিকল্পনা হল ধারাবাহিক হওয়া, যদি একটি ভাল বল মার খায়, সেটাও মেনে নিতে হবে। একটা সময় ছিল টি-টোয়েন্টিতে ২৫০ কিংবা ‘২৫০+’ রান হতো খুব কম। এখন সেটা অহরহ হচ্ছে। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার বিষয়টি সেখানে তেমন করে কাজে লাগবে না।’

এরআগে, রোহিত স্পষ্টভাবে বলেছিলেন যে তিনি ‍‍`ইমপ্যাক্ট প্লেয়ার‍‍` নিয়মের ঘোর বিরোধী।

রোহিত বলেন, আমি ইমপ্যাক্ট সাব-রুলের পক্ষে নই। ক্রিকেট কিন্তু ১২ জনের নয়, ১১ জনের খেলা। ক্রিকেট শুধু বিনোদনের খেলা নয়। এখান থেকে অনেক কিছু শেখার আছে। ইমপ্যাক্টের কারণে ১২ জন খেললে, সেটা শুধুমাত্র বিনোদনই থেকে যাবে।’  

 

Link copied!