ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সাকিব খেলেছেন বিধ্বংসী এক ইনিংস, ২৬ বলেই করেছেন ৬১ রান। মেরেছেন ৫টি করে চার ও ছক্কা।
সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে রোববার সাকিব রীতিমতো ঝড় তোলেন! চারে নেমে মাত্র ২৬ বলে ৫ চার ৫ ছক্কায় ৬১ রান তুলেছেন সাকিব, স্ট্রাইক রেট ২৩৪.৬১! এর মধ্যে ডেভিড ভিসার ওভারে টানা পাঁচ বলেই নিয়েছেন ২৪ রান! সাকিবের ঝড়ের দিনে তার দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২০৪ রান।
ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়ার ওপেনার টিম শেইফার্ড ১০ চার, ৯ ছক্কায় অপরাজিত ৫৩ বলে ১২৫ করে ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।
আমির জাঙ্গু আর জ্যারেল অ্যান্ড্রুর ওপেনিং জুটিই দারুণ শুরু এনে দিয়েছে সাকিবের দল ফ্যালকনসকে। পাওয়ার প্লের ৬ ওভারেই এই জুটি তুলেছে ৫১ রান। এরপরই ছন্দপতন। তাবরেইজ শামসির করা সপ্তম ওভারের প্রথম বলে অ্যান্ড্রু (২০ বলে ২৫) আউট হলেন, পরের বলে আউট তিনে নামা কারিমা গোর। তবে আরেক ওপেনার জাঙ্গুকে নিয়ে এরপর পাল্টা ঝড় তোলেন সাকিব।
নেমেই মুখোমুখি প্রথম দুই বলে শামসিকে দুই চার মেরে শুরু, এরপর কিছুক্ষণ অবশ্য বিরতি! ১০ বল শেষে সাকিবের রান ছিল ১১। দশম ওভারে চেজের বলে আবার গা ঝাড়া দিয়ে উঠলেন সাকিব। চতুর্থ বলে স্ট্রাইক পেয়ে নিলেন দুই রান, পরের দুই বলে দুই ছক্কা – প্রথমটি স্লগ সুইপে মিডউইকেট দিয়ে, পরেরটি ডাউন দ্য উইকেটে এসে লং অফে!
গ্রস আইলেটের স্টেডিয়াম সাকিবের সবচেয়ে ভয়ংকর রূপটা দেখল ১২তম ওভারে। ডেভিড ভিসার সেই ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেলেন সাকিব, এরপর ওভারের বর্ণনাটা হলো এ রকম – ৪, ৪, ৪, ৬, ৬! শেষ ছক্কায় সাকিবের ফিফটিও হয়ে গেল ২০ বলে! ১৫তম ওভারে আউট হওয়ার আগে ১৪তম ওভারে আলজারি জোসেফকেও একটা ছক্কা মেরেছেন সাকিব।
তবে ম্যাচটি সাকিবরা জিততে পারেননি। টিম শেইফার্ডের বিধ্বংসী ইনিংসে ম্যাচ জিতল সেন্ট লুসিয়া কিংস। শেইফার্ড ৫৩ বলে ১২৫ রান করেন।