ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের চতুর্থ দিন নাজমুল হোসেন শান্ত ২৫ ও জাকির হাসান ১৭ রান নিয়ে দিন শুরু করেন। দুই ওপেনার মিলে দলকে পৌঁছে দেন বিনা উইকেটে ১১৯ রানে।
শান্ত ১৫ ইনিংস পর পেয়েছেন ফিফটির দেখা। তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন তিনি দ্বিতীয় ইনিংসে। এর আগে প্রথম ইনিংসে শূন্য রানে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়। আরেক ওপেনার জাকিরও পেয়েছেন ফিফটির দেখা। এটাই জাকিরের আন্তর্জাতিক আসরে অভিষেক ম্যাচ। অভিষেকেই তিনি তুলে নিয়েছেন অর্ধশতক রান। প্রথম ইনিংসে দলের ব্যাটিং বিপর্যয়ে তিনিও তেমন অবদান রাখতে পারেননি। তার ব্যাট থেকে এসেছিল মাত্র ২০ রান।
আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ঘরোয়া আসরে দুর্দান্ত পারফর্ম করেই ২৪ বছর বয়সী জাকির জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সুযোগ পেয়েই শান্তর সাথে জুটি বেধে ফায়দা তুলতে ভুললেন না।
প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ থামে মাত্র ১৫০ রানে।
ফলোঅন এড়াতে না পারলেও ভারতই দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে। সুভমান গিল ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করেই ইনিংস ঘোষণা করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৫১৩ রান।
চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ ৪২ ওভার শেষে বিনা উইকেটে ১১৯ রান নিয়ে ব্যাট করছে। শান্ত ৬৪ ও জাকির ৫৫ রান নিয়ে অপরাজিত আছেন।